সঠিক উত্তর হচ্ছে: এ গ্রামে যে দরগাহ আছে সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। \"এ গ্রামে যে দরগাহ আছে সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে\" এখানে মিশ্র বাক্য। -বাকি তিন টি বাক্য যৌগিক বাক্যের উদাহরণ। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।