সঠিক উত্তর হচ্ছে: কবিকাহিনী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত /প্রকাশিত গ্রন্থ কবিকাহিনী (১৮৭৮)। বনফুল (১৮৮০) দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ তবে ১৮৭৬ সালে বনফুল কাব্যের দুটি কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উৎস: Hello BCS লেকচার।