সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রধান্য দেখা যায়, কিন্তু দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ ইত্যাদি সব সমাসে পর পদের প্রধান্য দেখা যায়। বহুব্রীহি সমাসে পূর্ব বা পর কোন পদের প্রাধান্য না দেখা গিয়ে ভিন্ন কিছুতে প্রধান্য দেখা যায় অন্যদিকে দ্বন্দ্ব সমাসে উভয়পদের প্রধান্য দেখা যায়।[তথ্যসূত্রঃ৯ম-১০ শ্রেনির ব্যাকরণ বই]