সঠিক উত্তর হচ্ছে: স্বপ্ন-স্বপন
ব্যাখ্যা: মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্যে স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। যেমন- অ : রত্ম>রতন, স্বপ্ন>স্বপন, হর্ষ >হরষ। ই : প্রীতি>পিরীতি ,ক্লিপ > কিলিপ। উ: মুক্ত> মুকুতা, তুর্ক >তুরুক। এ : গ্রাম>গেরাম ,প্রেক> পেরেক।