আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আর আজকের বিকৃত মানসিকতার শিশু আগামীর বিকৃত ভবিষ্যৎ?
তুমি কাকে বেশী ভালোবাসো আম্মু নাকি আব্বুকে? ছোটবেলায় সবচেয়ে বেশী শোনা প্রশ্নটি তাইতো? বেড়ে উঠার আগেই জটিল একটা প্রশ্নের মধ্যে জীবন শুরু হয়! কখনো বাচ্চাটা বলে বাবা আবার কখনো মা! আবার কখনো দুইজনকেই।
পিতামাতার ও সন্তানের মধ্যে আসক্তির ব্যাপারটি কি সবসময়ই এক থাকে?
কেন কিছু বাচ্চারা তাদের মায়েদের সাথে আরও বেশি আসক্ত থাকে এবং অন্যেরা তাদের পিতার সাথে আসক্ত আরও বেশি হয়?এখানে তার সাইকোলজি কিভাবে কাজ করে?
একটা শিশু জন্মের পর থেকে সবচেয়ে বেশী নিরাপদ বোধ করে মায়ের কাছে,বাবা হয়ে ওঠে নির্ভরশীলতার জায়গা।শিশু অজান্তেই তার মধ্যে নির্দিষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পরে কিছু অচেতন লক্ষ্য বিকাশ করে যা পরবর্তীতে তার জীবন শৈলীকে আকৃতি দেয়। শিশুর জন্মের পর প্রাথমিক বছরগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এ সময় তার মানসিক বিকাশ ঘটে তার আয়ত্ত্বের বাহিরে।
যদি শিশুটি এমন একটি পারিবারিক পরিবেশে বড় হয় যে-ঘরের পুরুষদের মূল্যায়ণ বেশী তবে নিশ্চিতভাবেই বাচ্চা বাবার সাথে বেশি সম্পর্কযুক্ত হবে এবং মেয়েবাচ্চা হলেও তাকে অনুকরণ করার চেষ্টা করবে হতে পারে সে বাবার প্রিন্সেস হতে পারে টমবয়! তারা পুরুষের মত অভিনয় করে আরও ভাল হওয়ার চেষ্টা করে কারণ তার বাবার মতো সে মূল্যায়িত হতে চায় মা এর মতো অবহেলিত না।
যখন কোন শিশু নিজেকে এমন বাড়ীতে খুঁজে পায় যেখানে মা হলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, তখন শিশুটি তার সাথে আরও বেশি আসক্ত হয় এবং তিনি যদি ছেলে হন, এমনকি তার প্রতি অনুকরণ করার চেষ্টাও করতে পারে।
শিশু বয়স থেকে কিশোরে পা দিতেই সন্তানদের আসক্তির কারণ বদলে যেতে শুরু করে, সার্থপর আসক্তি হয় আর না হলে জেদ থেকে জন্ম নেওয়া আসক্তি। সার্থপর আসক্তি হলো পিতা ও মাতার মধ্যে যে বেশী প্রভাবশালী বা জনপ্রিয় হয়, সন্তান তার প্রতি ঝুঁকতে থাকে বেশী। জেদ থেকে আসক্তি হলো পরিবারে বাবা বা মা স্বৈরাচারী হলে নির্যাতিত জনের প্রতি আসক্তি ও অপর পক্ষের প্রতি অজানাই ক্ষোভ জন্মাতে থাকে, আমাদের দেশের প্রেক্ষাপটে নির্যাতনের কোটায় মা সত্ত্বাকে বেশী পাওয়া যায় ফলে সন্তান বয়ঃসন্ধির গাড়ী পার করার আগেই হয়ে ওঠে চরম মা ভক্ত ও জেদি।
**আপনার ছেলে রেপিস্ট হবে নাকি সাধু এতে আপনার হাত আছে ৫০%, কারণ তার শৈশবের শিক্ষা ও দেখা তার জীবনের মূলভিত্তি।যে ছেলে ছোট বেলা থেকে দেখবে তার বাসায় তার মা এর গায়ে হাত তোলা হচ্ছে তার ব্যক্তিজীবনেও সে সেটাকেই সাভাবিক ভাবে নিবে।যে পরিবারে মেয়ে দেখছে শিক্ষার আলো অপ্রয়োজনীয় সে তাই ধারণ করে সামনে আগাবে ও এর প্রভাব পড়বে তার সন্তানদের উপর। একটা বিকৃত মানসিকতা চেইন হিসেবে ঢুকে যায় কয়েক জেনারেশনের মধ্যে,আপনিও সেই জেনারেশনের শুরু না তো আবার???? যদি পিতামাতার সমতা ও একাত্বতাবোধ থাকে সে পরিবারের সন্তান গড়ে ওঠে একটা আদর্শ আসক্তি নিয়ে যা হয় সুন্দরভাবে বেঁচে থাকার আসক্তি।একটি পিতা বা মাতা সংযুক্ত থাকার ফলাফল অনেক ক্ষেত্রেই ব্যক্তিত্বের উন্নতি বাড়াতে সাহায্য করে।
এ ক্ষেত্রের বিপরীত হলে সন্তানটিকে পাওয়া যেতে পারে একটি অনিরাপদ মানসিকতায়। সব সময়. সলিড আত্মবিশ্বাসের প্রোগ্রামে বলাহয় যে আমাদের পিতামাতারা জীবনযাত্রার পথ দেখানোর ফলে আমরা প্রাথমিক বছরগুলিতে বিকশিত হই,আর অনিয়মগুলো বাড়ায় জটিলতা।