ব্যাখ্যা: ”কলুর বলদ” অলুক তৎপুরুষ সমাস।\nযে তৎপুরুষ সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন কুলুর বলদ = কলুর বলদ, ঘোড়ার ডিম = ঘোড়ার ডিম, সোনার বাংলা = সোনার বাংলা ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।