নিচের অপশন গুলা দেখুন
- অঙ্কবাচক
- গণনাবাচক
- পূরণবাচক
- তারিখবাচক
সংখ্যাবাচক শব্দ চার প্রকার।
- অঙ্কবাচক শব্দ
- পরিমাণ বা গণনাবাচক শব্দ
- ক্রম বা পূরণবাচক শব্দ
- তারিখবাচক শব্দ।
ক্রম বা পূরণবাচক শব্দঃ একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্ত্তর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, তাকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে।
যেমন- ‘দ্বিতীয় লোকটিকে ডাক।
অর্থাৎ, ক্রম বা পূরণবাচক শব্দ হলো- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।