ব্যাখ্যা: ই-কার বা ঈ-কারের পর ই-কার বা ঈ-কার থাকলে উভয়ে মিলে ঈ-কার হয়। ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। সতী + ঈশ = সতীশ, পরি+ঈক্ষা = পরীক্ষা। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।