সঠিক উত্তর হচ্ছে: যৌগিক
ব্যাখ্যা: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে, সরল বাক্য বলে। যেমনঃ পুকুরে পদ্মফুল জন্মে। এখানে ‘পদ্মফুল\' উদ্দেশ্য এবং ‘জন্মে’ বিধেয়। সরল বাক্যের দুটি প্রধান ভাগকে নির্দেশ করা যায়ঃ লক্ষ্যভাগ এবং বিবরণভাগ। সেই হিসেবে ‘বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম\' বাক্যটি একটি সরল বাক্যের উদাহরণ।