সঠিক উত্তর হচ্ছে: রোম
ব্যাখ্যা: কৃষি উন্নয়নের আন্তর্জাতিক তহবিল IFAD হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা উন্নয়নশীল দেশগুলির গ্রামীণ এলাকায় দারিদ্র্য ও ক্ষুধা মোকাবেলায় কাজ করে । এটি একমাত্র বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা যা গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করে।\n\nইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত,IFAD এর 177টি সদস্য রাষ্ট্র রয়েছে,IFAD প্রায় 100টি দেশে 200টিরও বেশি প্রকল্পে জড়িত।\n\n[তথ্যসূত্র- ifad.org]