সঠিক উত্তর হচ্ছে: মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা: চন্ডীমঙ্গলের আদি কবি মাণিক দত্ত। তিনি ছিলেন চৈতন্যপূর্বযুগের কবি। তাঁর কাব্যের একটি অনুলিপির কাল ১৭৮৫ খ্রিস্টাব্দ। চন্ডীমঙ্গলের প্রধান/শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম। তিনি ষোলো শতকের কবি। মেদিনীপুরের রাজা রঘুনাথের অনুরোধে তিনি চন্ডীমঙ্গল কাব্য রচনা করেন। গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তাঁকে দুঃখ বর্ণনার কবি বলা হয়। চন্ডীমঙ্গল কাব্য ধারার কবি দ্বিজ মাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়। চন্ডীমঙ্গল ধারায় আরেকখানা গ্রন্থ আছে দ্বিজ রামদেবের অভয়ামঙ্গল। সূত্রঃ বাংলাপিডিয়া ও Livemcq লেকচার পিডিএফ।