সঠিক উত্তর হচ্ছে: ব্যাঙ
ব্যাখ্যা: যাদের দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে (physiologically) নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদেরকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে।
\nবাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বিধায় এদের দেহের তাপমাত্রা সুনির্দিষ্ট থাকে না। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়ে আবার পরিবেশের তাপমাত্রা কমলে এদের দেহের তাপমাত্রা কমে। দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে নিয়ন্ত্রণ করার সক্ষমতা না থাকার কারণেই এদের দেহের তাপমাত্রা বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
\nউদাহরণ: সকল অমেরুদণ্ডী প্রাণী এবং পাখি ও স্তন্যপায়ী ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী। যেমন- অমেরুদণ্ডীর মধ্যে চিংড়ি, শামুক, ঝিনুক, তারামাছ ইত্যাদি এবং মেরুদণ্ডীর মধ্যে মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি।