সঠিক উত্তর হচ্ছে: রিও+২০
ব্যাখ্যা: ৪র্থ ধরিত্রী সম্মেলন (রিও+২০) ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিতে হয় যার মূল নাম (United Nation Conference on Sustainable Development)। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ “কেমন পৃথিবী আমরা দেখতে চাই” (The future world that we want to see) নামক বক্তব্য পাঠ করে। টেকসই উন্নয়নে \'প্রাতিষ্ঠানিক কাঠামো\' তৈরি করার সিদ্ধান্ত হয়। \'সবুজ অর্থনীতি\' (Green Economy) গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়। সবুজ অর্থনীতি এমন অর্থনীতিকে বোঝায় যা মানুষের উন্নয়ন নিশ্চিত করবে এবং একই সঙ্গে পরিবেশগত ঝুঁকি কমাবে এবং অভাব দূর করবে