সঠিক উত্তর হচ্ছে: প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা: প্যারীচাঁদ মিত্রের সাহিত্য সম্পাদনা:\nআলালের ঘরের দুলাল তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে।এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল ‘দ্য স্পয়েল্ড চাইল্ড’ নামে।\nমদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়(১৮৫৯) উদ্ভট কল্পনা তাঁর এ গ্রন্থে লক্ষ করা যায়।\nঅভেদী(১৮৭১)\nআধ্যাত্মিকা(১৮৮০)\n‘দ্য জমিন্দার অ্যান্ড রায়তস’ নামের গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল।কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী হুমায়ূন আজাদ ]