ষ-ত্ব বিধানের নিয়মানুযায়ী, ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত্য-স না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন: কষ্ট, কাষ্ঠ । সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়। যেমন: কল্যাণীয়েষু, প্রিয়বরেষু। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।