নিচের অপশন গুলা দেখুন
- ৫
- ২
- ৪
- ৩
বাংলাদেশের কৃষির ৪ টি উপখাত রয়েছে। যথা--
- শস্য ও শাকসবজি উৎপাদন
- প্রাণি সম্পদ,
- বনজ সম্পদ ও
- মৎস সম্পদ।
এদের মধ্যে প্রধান উপখাত হচ্ছে - শস্য ও শাকসবজি উৎপাদন। এই উপখাত গুলোর আরো ভাগ রয়েছে। যেমন- মৎস্য সম্পদের অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস রয়েছে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনীতি (২য় পত্র) বই, প্রঃ মোস্তাফিজুর রহমান।