সঠিক উত্তর হচ্ছে: মাত্রাবৃত্ত
ব্যাখ্যা: মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে।\nপরিচ্ছেদসমূহঃ\n১ বৈশিষ্ট্য; ২ নামকরণ; ৩ ছন্দ বিশ্লেষণ; ৪ তথ্যসূত্র\nবৈশিষ্ট্যঃ মূল পর্ব ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, ড.হায়াৎ মামুদ]