সঠিক উত্তর হচ্ছে: 2017 সালে
ব্যাখ্যা: বাংলাদেশে কম্পিউটার বিকাশের উল্লেখযোগ্য ঘটনাপঞ্জির কলানুক্রমিক\r\n\r\n→ ১৯৬৪- প্রথম কম্পিউটার স্থাপন, IBM ১৬২০ (ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে)\r\n\r\n→ ১৯৮৪- প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু (বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়)\r\n\r\n→ ১৯৮৯- বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত (পেশাজীবী সংগঠন)\r\n\r\n→ ১৯৯৬- প্রথম অনলাইন ইন্টারনেট চালু (প্রদেষ্টা লি.)\r\n\r\n→ ১৯৯৭- ACA Asia Regional Programming Contest. NSU site এ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (BUET) চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ হয়। \r\n\r\n→ ২০০৩- সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত।\r\n\r\n→ ২০০৫- মাইক্রোসফট কর্পোরেশন বাংলাদেশ তাদের রিজিওনাল অফিস চালু করে।\r\n\r\n→ ২০১৭ বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়।