সঠিক উত্তর হচ্ছে: পালবংশ
ব্যাখ্যা: বাংলায় পাল শাসন (৭৫৬-১০৪৬ খ্রি.) : বাংলার ইতিহাসে প্রথম দীর্ঘ চারশ বছরব্যাপী শাসন করেছিল পালবংশ। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তার বংশধরগণ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। গোপালদেবের আদিবাস বরেন্দ্রভূমিতে। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন - ধর্মপাল।