সঠিক উত্তর হচ্ছে: রৌদ্র করোটিতে
ব্যাখ্যা: শামসুর রাহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে\'\' , \'\'রৌদ্র করোটিতে\'\' \'\'বিধ্বস্ত নিলীমা\'\' ,\'\'নিরালোকে দিব্যরথ\'\',\'\'নিজ বাসভূমে\'\' ,\'\'বন্দী শিবির থেকে\'\', \'\'দুঃসময়ে মুখোমুখি\'\' , \'\'ফিরিয়ে নাও ঘাতক কাটা\'\' ,\'\'আদিগন্ত নগ্ন পদধ্বনি\'\',\'\'এক ধরনের অহংকার\'\' , \'\'আমি অনাহারী\'\',\'\'শূন্যতায় তুমি শোকসভা\'\' ,\'\'বাংলাদেশ স্বপ্ন দেখে\'\' , \'\'প্রতিদিন ঘরহীন ঘরে\'\' , \'\'প্রেমের কবিতা\' ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ।\n [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]