সঠিক উত্তর হচ্ছে: চন্ডীমঙ্গল
ব্যাখ্যা: চন্ডীমঙ্গল কাব্য ধারার কবি দ্বিজ মাধবকে \'\'স্বভাব কবি\'\' বলা হয়। এ ধারার প্রথম/আদি কবি মানিক দত্ত। প্রধান বা শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং তার উপাধি ছিলো \'\'কবিকঙ্গন\'\'। তাকে দুঃখ বর্ণনার কবিও বলা হয়। \n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]