সঠিক উত্তর হচ্ছে: ২ প্রকার
ব্যাখ্যা: সন্ধি প্রধানত দুই প্রকার। যথা: বাংলাসন্ধি এবং তৎসমসন্ধি\n- বাংলা ভাষায় সন্ধি ২ প্রকার। স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি\n- তৎসম সন্ধি আবার তিন প্রকার।যথা: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি\nউল্লেখ্য বাংলাসন্ধিতে কখনো বির্সগ সন্ধি হয় না। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]