নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধে নিজে স্বশরীরে অংশগ্রহণ করেছেন। সেসব যুদ্ধকে “গাযওয়া” বলা হয়।
মূসা বিন উকবা, মুহাম্মদ বিন ইসহাক, ওয়াকিদী, ইবনে সা’দ, ইবনুল জাওযী এবং দিময়াতী ইরাকী প্রমূখদের মতে “গাযওয়া” এর সংখ্যা ২৭টি।
আর হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাঃ থেকে ২৪টি, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাঃ থেকে ২১টি আর যায়েদ বিন আরকাম রাঃ থেকে ১৯টির কথা বর্ণিত হয়েছে। [সীরাতে মুস্তাফা-২/৪৩]
তবে সবচে’ গ্রহণীয় কওল ২৭টি।
সারিয়্যা এর সংখ্যা নিয়েও মতভেদ আছে।
ইবনে সা’দ থেকে ৪০টি, ইবনে আব্দিল বার থেকে ৩৫টি, মুহাম্মদ বিন ইসহাক থেকে ৩৮টি, ওয়াকেদী থেকে ৪৮টি এবং ইবনুল জাওযী থেকে ৫৬টির কথা বর্ণিত হয়েছে। [সীরাতে মুস্তাফা-২/৪৩]