সঠিক উত্তর হচ্ছে: রক্তরস
ব্যাখ্যা: রক্তরসের কাজ\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n\r\n? রক্তকণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা। \r\n\r\n? টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা। \r\n\r\n? শ্বসনের জন্য কোষের সৃষ্ট CO₂ কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা। \r\n\r\n? রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা।\r\n\r\n? হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা। \r\n\r\n? রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা। \r\n══━━━━✥◈✥━━━━══