সঠিক উত্তর হচ্ছে: মানিক বন্দোপাধ্যায়
ব্যাখ্যা:
\n\n
‘প্রবোধকুমার’ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত বা পারিবারিক নাম। ‘মানিক’ তার ডাক নাম। মানিক বন্দ্যোপাধ্যায় নামে তার প্রথম লেখা গল্প ‘অতসী মামী’ বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হবার পর আরো কিছু লেখা এ নামে প্রকাশিত হয়। এভাবে তার আসল নাম ঢাকা পড়ে যায়।