নিচের অপশন গুলা দেখুন
- কর্মধারয়
- তৎপুরুষ
- নিত্য
- বহুব্রীহি
গোবেচারা = গো-র ন্যায় বেচারা।
উপমান কর্মধারয়ঃ সাধারণ গুণবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে।
এই সমাসে একটি বিশেষণ পদ থাকে।
যেমনঃ
মিশির মত কালো = মিশকালো।
অরুণরাঙ্গা = অরুণের ন্যায় রাঙা।
রক্তলাল = রক্তের ন্যায় লাল ইত্যাদি।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।