1 উত্তর
আসলে, মস্তিষ্কের মধ্যেই তো মন! কার মন কেমন, তা তার চারপাশের পরিবেশ আর মস্তিষ্কের গঠনের উপরে নির্ভর করে। যারা দুটোর মধ্যে পার্থক্য গড়ে, তারা দেখায় যে বুদ্ধির থেকে আবেগ ধরে চলা ভাল; তবে আমি বলব বুদ্ধি আবেগহীন নয়। যে বুদ্ধিমান সে মস্তিষ্ক খাটিয়ে আবেগকে করায়ত্ত করে; বাকিরা আবেগের বশে থাকে।