সঠিক উত্তর হচ্ছে: বাঁধন হারা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস বাঁধন হারা। মৃত্যুক্ষুধা ও কুহেলিকা তাঁর রচিত উপন্যাস। তাঁর রচিত প্রথম নাট্যগ্রন্থ- ঝিলিমিলি। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- পুতুলের বিয়ে, মধুমালা ও আলেয়া। উৎস: Hello BCS লেকচার।