সঠিক উত্তর হচ্ছে: আমেরিকার স্বাধীনতা
ব্যাখ্যা: ইতালির নাগরিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন- ১৪৯২ সালে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল- ১৩টি রাষ্ট্র নিয়ে। আমেরিগো ভেসপুচি আমেরিকা আসেন- ১৪৯৭ সালে। আমেরিকা নামকরণ করা হয়-আমেরিগো ভেসপুচি এর নামানুসারে। বিভিন্ন ঘটনার পরিক্রমায় ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে ‘চা আইন’ পাস হয়, যা আমেরিকানরা প্রত্যাখ্যান করে। এর প্রতিক্রিয়ায় আমেরিকানরা পালন করে- ‘বোস্টন চা পার্টি’। বোস্টন চা পার্টি মূলত- ‘জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়ার মধ্য দিয়ে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে আমেরিকার প্রতিবাদ’। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়- ১৭৭৫ সালে। শেষ হয় ১৭৮৩ সালে।