সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা:
ক্রীতদাস একটি কর্মধারয় সমাসের উদাহরণ।
- ক্রীতদাস = ক্রীত যে দাস।
গুরুত্বপূর্ণ কিছ কর্মধারয় সমাস এর উদাহরণঃ
- গোলাপফুল = যা গোলাপ তাই ফুল।
- ঈগলপাখি = ঈগল নামের পাখি।
- প্রাণচঞ্চল = চঞ্চল যে প্রাণ।
- গনতন্ত্র = গণ নিয়ন্ত্রিত তন্ত্র।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।