সঠিক উত্তর হচ্ছে: ভাববাচ্য
ব্যাখ্যা: ডিঙ্গি টেনে বের করতে হবে- এটি ভাববাচ্য এর উদাহরন\nযে বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।\n ডিঙি টেনে বের করতে হবে – এখানে ‘ডিঙি’ কর্মপদ ঠিকাছে; কিন্তু বাক্যে ‘ডিঙি’ পদের প্রাধান্য বিস্তার করছে না। এখানে ‘ডিঙি টেনে বের করতে হবে’ না বলে ‘বড়শি টেনে বের করতে হবে’ এটাও হতে পারতো। এবাক্যে ‘টেনে বের করতে হবে’ ক্রিয়াপদের প্রাধান্য বিস্তার করছে। তাই এটা অবশ্যই ভাববাচ্য হবে।