হাসপাতালের ইতিহাসের সূচনা ঘটে পুরাকালের গ্রিস, রোমান সাম্রাজ্য এবং ভারতীয় উপমহাদেশের হাসপাতালগুলোর সাথে, যাদের পূর্বসূরী ছিল প্রাচীন গ্রিসের আস্ক্লেপিয়ন মন্দিরগুলো এবং প্রাচীন রোমের সামরিক হাসপাতালগুলো। খ্রিস্ট কাল অবধি কোন বেসামরিক হাসপাতালের কোন অস্তিত্ব ছিল না।[১] চতুর্থ শতাব্দীর শেষের দিকে, সিজারিয়ার বাসিল দ্বারা পূর্ব বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম খ্রিস্টান হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার ফলে "দ্বিতীয় মেডিকেল বিপ্লব" [২] সংঘটিত হয় এবং কয়েক দশকের মধ্যেই এই ধরনের হাসপাতাল বাইজেন্টাইন সমাজে সর্বব্যাপী হয়ে উঠে।[৩] হাসপাতালটি পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী অবধি বাইজেন্টাইন, মধ্যযুগীয় ইউরোপ এবং ইসলামী সমাজ জুড়ে উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করে। প্রারম্ভিক আধুনিক যুগে পরিচর্যা ও নিরাময়ের বিষয়টি ধর্মনিরপেক্ষ ব্যাপারে রূপান্তরিত হয়।[৪]