সঠিক উত্তর হচ্ছে: দৌহিত্র
ব্যাখ্যা: যে-সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমনঃ গায়ক=গৈ+অক- গান করে যে।\nকর্তব্য=কৃ+তব্য- যা করা উচিত।\nবাবুয়ানা=বাবু+আনা- বাবুর ভাব।\nমধুর=মধু+র- মধুর মতো মিষ্টি গুণযুক্ত।\nদৌহিত্র=দুহিতা+ষ্ণ্য- (দুহিতা= মেয়ে, ষ্ণ্য= পুত্র) কন্যার পুত্র, নাতি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]