সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: উদ্ধৃতাংশ টি রবীন্দ্রনাথ ঠাকুরের \'সোনার তরী\' কবিতার প্রথম দুটি লাইন। কবিতাটি \'সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির মূল বক্তব্য হলো ক্ষুরধার বর্ষায় সোনার ধান কেটে নানা আশংকা নিয়ে একলা অপেক্ষামান কৃষক অন্য এক মাঝি দেখে আনন্দিত হয়।\nতথ্যসূত্রঃ রবীন্দ্র রচনাবলী