নিচের অপশন গুলা দেখুন
- আদি স্বরাগম
- অপিনিহিতি
- মধ্য স্বরাগম
- অন্ত্য স্বরাগম
মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আসে তখন তাকে মধ্য স্বরাগম বলে।
যেমন, ধর্ম˃ ধরম, স্বপ্ন˃ স্বপন, হর্ষ˃ হরষ, প্রীতি˃ পিরীতি, ক্লিপ˃ কিলিপ, ফিল্ম˃ ফিলিম, মুক্তা˃ মুকুতা, তুর্ক˃ তুরুক, ভ্রু˃ ভুরু, গ্রাম˃ গেরাম, প্রেক˃ পেরেক, স্রেফ˃ সেরেফ, শ্লোক˃ শোলোক, মুরগ˃ মুরোগ˃ মোরোগ।