সঠিক উত্তর হচ্ছে: ৮ মার্চ
ব্যাখ্যা: ১৯০৮ সালে ১ম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানিতে এবং ১৯১০ সালে কোপেনহেগেনে হয় নারী সম্মেলনে ৮ মার্চকে নারী দিবস ঘােষণার দাবী জানান জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন। দীর্ঘ দাবির মুখে ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।\n\n