সঠিক উত্তর হচ্ছে: কালাে
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ \r\nকোন বস্তুর উপর আপতিত আলােক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে সে বস্তুটি আমরা দেখতে পাই। প্রতিফলিত আলাের যে বর্ণ থাকে বস্তুটিকেও আমরা সেই বর্ণের দেখি। নির্দিষ্ট রঙের বস্তু নিজের রঙ ছাড়া অন্য সকল রঙ শােষণ করে এবং নিজের রঙকে প্রতিফলিত করে। তাই বস্তুটিকে তার নিজের রঙে দেখা যায়। কোন বস্তু যখন সমস্ত আলাে শােষণ করে তখন বন্ধুটিকে কালাে দেখায়। লাল আলােতে নীল রঙের বস্তু কালাে দেখায় কারণ নীল রঙের কন্তু লাল আলােক শােষণ করে নেয় বলে কোন আলােই আর প্রতিফলিত হয় না।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆