সঠিক উত্তর হচ্ছে:
ব্যাখ্যা: পোলিশ ঔপন্যাসিক ওলগা তোকারচুক এবং অস্ট্রীয় লেখক পিটার হান্ডকে যথাক্রমে ২০১৮ ও ২০১৯ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। মানুষের জীবন যে নানা ধরনের সীমানা অতিক্রমের কাহিনি, সেটাই ওলগা তাঁর লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আর পিটার হান্ডকে আমাদের মানব অস্তিত্বের একেবারে খাদে নিয়ে যান। তাঁর ভাষা ব্যবহার অনন্য, স্বতন্ত্র। দুজনকেই ‘প্রান্তবাসীদের কাহিনিকার’ বলে উল্লেখ করেছে নোবেল কমিটি। সাহিত্যে নোবেল পুরস্কারের তালিকায় ওলগা ১৫তম নারী প্রাপক।