সঠিক উত্তর হচ্ছে: বাক্যের ক্ষুদ্রতম একক- ধ্বনি
ব্যাখ্যা: ? ভাষার মূল উপাদান/ ক্ষুদ্রতম একক- ধ্বনি। ]
\n? মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে কথা বলে তার মূলে আছে কতগুলো ধ্বনি (Sound)।
\n? ভাষার স্বর বলা হয়- ধ্বনিকে।
\n? ভাষার শব্দ গঠিত হয়- ধ্বনির সমন্বয়ে।
\n? ধ্বনির উচ্চারণে মানব-শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বা বাক্প্রত্যঙ্গ বলে।