সঠিক উত্তর হচ্ছে: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস বা ফোরাত ও দজলা নদীর অববাহিকায়। যা আজো বহাল তবিয়তে আছে। সেচ নির্ভর প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা ইরাকের অপর নাম ছিলো। এখনো ‘মেসোপটেমিয়া সভ্যতা’ শব্দ ইরাক কে নির্দেশ করে।