সঠিক উত্তর হচ্ছে: শের শাহ
ব্যাখ্যা: সাম্রাজ্যের গহীন এবং দুর্গম স্থানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য শেরশাহ উত্তরাপথকে ফের সুবিন্যস্ত করেন। সামরিক, ব্যবসা, ডাক ব্যবস্থা ইত্যাদির জন্য শেরশাহের কাছে এ পথটির গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে। তখন উত্তরাপথের নাম হয় \'সড়ক-ই-আজম\' বা \'শ্রেষ্ঠ সড়ক বা বাদশাহী সড়ক\'।