সঠিক উত্তর হচ্ছে: আব্দুল্লাহ আবু সায়ীদ
ব্যাখ্যা: ১৯৬৫ সালে আব্দুল্লাহ আবু সায়ীদ এর সম্পাদনায় প্রকাশিত হয় \'কণ্ঠস্বর\' পত্রিকা। এটিতে তৎকালীন সময়ের মুক্তিপ্রয়াসী লেখকদের সমাদর করা হতো৷ আবদুল কাদির, জ্যোতিপ্রকাশ ও সঞ্জয় ভট্টাচার্য যথাক্রমে জয়তী, কালবেলা ও পূর্বাশা পত্রিকা সম্পাদনা করতেন৷ (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য : ড. সৌমিত্র শেখর)