সঠিক উত্তর হচ্ছে: সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
ব্যাখ্যা: একটি ডেটা টেবিল সর্টিং করার ফলে নতুন একটি টেবিল তৈরি হয় যেখানে টেবিলের রেকর্ডগুলো সর্টিং করা থাকে। এছাড়া কোন টেবিলের ডেটা সর্টিং করলে যেহেতু টেবিলের নতুন একটি কপি তৈরি হয় তাই অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়। বাস্তবক্ষেত্রে সর্টিং এর চেয়ে ইনডেক্সিং বেশি ব্যবহৃত হয়।