সঠিক উত্তর হচ্ছে: স্বভোজী
ব্যাখ্যা: শৈবাল ক্লোরোফিলের সাহায্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে তাই এরা স্বভোজী। যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদের পরভোজী উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদ মৃতদেহ থেকে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে তাদের মৃতজীবী উদ্ভিদ বলে।