সঠিক উত্তর হচ্ছে: অকারণে ঋণ করিও না
ব্যাখ্যা: # বিদ্বান হলেও তার কোন অহংকার নেই,ইশ! যদি পাখির মত হতে পারতাম, হয়তো তানিম আসতে পারে, এই তিনটি অপশন ই সঠিক। অকারণে ঋণ করিও না এই বাক্যটি গুরুচন্ডালী দোষে দুষ্ট। এর সঠিক উত্তর হবে অকারণে ঋণ করো না।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর]