সঠিক উত্তর হচ্ছে: ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা: এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে । ইউফ্রেটিস নদীর উৎপত্তি তুরস্কে । বাংলাদেশের বৃহত্তম নদের নাম ব্রহ্মপুত্র । হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।