সঠিক উত্তর হচ্ছে: আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা: আবু জাফর শামসুদ্দীন রচিত প্রথম উপন্যাস পরিত্যক্ত স্বামী। ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন এই তিনটি উপন্যাস তাঁর ত্রয়ী উপন্যাস বলে। উৎস: শীকর, বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।