সঠিক উত্তর হচ্ছে: ৩০টি
ব্যাখ্যা: ভূ-প্রকৃতি, পানির সহজলভ্যতা, ফসলের বিন্যাস, মৌসুম, মাটির ধরন, জোয়ার-ভাটা প্রভৃতির উপর ভিত্তি করে বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশগত অঞ্চলে (AEZ) ভাগ করা হয়েছে।
এই ৩০টি AEZ কে ৮৮টি উপঅঞ্চল এবং উপঅঞ্চলগুলোকে আবার ৫৩৫টি কৃষি পরিবেশগত একক এলাকায় ভাগ করা হয়েছে। কৃষি পরিবেশগত অঞ্চলে একই পরিবেশে এবং মাটির বৈশিষ্ট্যে ফসল উৎপাদন হয়।
(সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওয়েবসাইট)