সঠিক উত্তর হচ্ছে: প্রাপকের ই-মেইল ঠিকানা
ব্যাখ্যা: ই-মেইল (E-mail Address)
\n\n? একটি ই-মেইল ঠিকানা User name@Domain নিয়ে গঠিত। ধরা যাক,
[email protected] একটি E-mail ঠিকানা। এখানে E-mail ঠিকানা @ চিহ্ন দ্বারা দুই ভাগে বিভক্ত।
\n\n? প্রথম ভাগে অর্থাৎ @ চিহ্নের আগের অংশটি হলো User name এবং পরের অংশটি হলো Domain Name। ডট (.) চিহ্নের প্রথমের অংশটি হলো হোস্টের (Host) নাম। সুতরাং xybankbd হলো হোস্ট মেশিন।
\n\n? ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন (at sign) ব্যবহৃত হয়।
\n\n? কোনো ই-মেইল পাঠাতে হলে প্রাপকের ই-মেইল ঠিকানা অবশ্যই লিখতে হবে।
\n