সঠিক উত্তর হচ্ছে: বিষ্ণু দে
ব্যাখ্যা: উর্বশী ও আর্টেমিস\'- কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে। বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- চোরাবালি, সাত ভাই চম্পা, তুমি শুধু পঁচিশে বৈশাখ, সেই অন্ধকার চাই ইত্যাদি।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লেখকঃ ড. সৌমিত্র শেখর]